
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা করে কমানো হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা করা হয়েছে। একইভাবে অকটেন ১২৬ টাকা থেকে ১২৫ টাকা এবং পেট্রোল ১২২ টাকা থেকে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি এক টাকা বাড়ানো হয়েছিল। এরপর মার্চ ও এপ্রিল মাসজুড়ে সেই দাম অপরিবর্তিত রাখা হয়। এবার তা এক টাকার কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হলো।
প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চ মাস থেকে সরকার বিশ্ববাজারের সাথে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ চালু করে, যার আওতায় প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হচ্ছে।
আবীর