ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

একসাথে বসে কথা বলতে পারছি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের আন্দোলনের কারণে

প্রকাশিত: ১২:৩৫, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:৩৬, ১৯ এপ্রিল ২০২৫

একসাথে বসে কথা বলতে পারছি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের আন্দোলনের কারণে

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে। বৈঠকে কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজ এনসিপি নেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে আমাদের আহ্বানের সাড়া দিয়ে এখানে এসে আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আপনারা আমাদের পাঠানো স্প্রেডশিট সম্পর্কে মতামত দিয়েছেন, সেটির জন্য আমরা কৃতজ্ঞ।”

ড. আলী রিয়াজ আরও বলেন, “আজ আমরা এই সংসদ ভবনে একসঙ্গে বসে কথা বলতে পারছি—এটি সম্ভব হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের আন্দোলনের ফলেই। আপনাদের সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় তৈরি করেছে।”

তিনি বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে চলা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপনারা অকুতোভয়ে সংগ্রাম করেছেন, সহযোদ্ধারা প্রাণ দিয়েছেন, তবুও পিছপা হননি। আপনাদের সাহসিকতা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে, যারা এই স্বৈরশাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে এনেছে।”

ড. আলী রিয়াজ আরও বলেন, “আপনারা কেবল শাসক পরিবর্তনের কথা বলেননি, বরং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা মানুষের মাঝে দীর্ঘদিন ধরে ছিল, সেটি স্পষ্টভাবে তুলে ধরেছেন। এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে এবং দেশকে রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকার জন্য আমরা এবং জাতি কৃতজ্ঞতার সঙ্গে আপনাদের স্মরণ করবে।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=AtDjT02JjRQ

আবীর

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার