ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ কি কর্পূরের মত উবে গেল?: আশরাফ কায়সার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ৮ মার্চ ২০২৫; আপডেট: ১২:৪২, ৮ মার্চ ২০২৫

আওয়ামী লীগ কি কর্পূরের মত উবে গেল?: আশরাফ কায়সার

সাংবাদিক ও কলামিস্ট আশরাফ কায়সার। ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হচ্ছিলো, তাতে করে গত ১৫ বছরে বাংলাদেশের ইতিহাস ধূলিস্যাৎ হওয়ার পর্যায়ে চলে গিয়েছিলো বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও কলামিস্ট আশরাফ কায়সার। তিনি প্রশ্ন তোলেন আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা তখন বাড়াবাড়ি করেছে তারা এখন কোথায় আছেন?

শনিবার (৮ মার্চ) একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে আলোচনার এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন। 

তিনি প্রশ্ন তোলেন, ‘আওয়ামী লীগাররা এখন কোথায়? যারা বাড়াবাড়ি করেছেন। যারা ১৫ বছরে আমরা দেখেছি যে দিবসটি প্রলম্বিত করতে গিয়ে বা অতিরিক্ত বলতে গিয়ে, শেখ হাসিনার সামনে গিয়েআ আওয়ামী লীগের ফোরামে গিয়ে কী সব কথামালা তারা গেঁথেছিলেন। তারা কিন্তু কেউ আজকে সামনে নেই। শেখ হাসিনা পালিয়ে গেছেন। তার টপ সহযোগীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে গেছেন। তাহলে আওয়ামী লীগ নামের যে দলটি তারা কি কর্পূরের মত উবে গেলেন?’

তিনি বলেন, ‘ঐ ১৫ বছরে আমরা দেখলাম একের পর এক ব্যক্তিগত দিবসকে জাতীয় দিবস বানানো হচ্ছিলো। পারিবারিক দিবসগুলোকে জাতীয় দিবস বানানো হচ্ছিলো। ভাই-বোন নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার চেষ্টা করা হচ্ছিলো। তাতে ইতিহাসের ক্ষতি হলো।সে কারণেই আমি বলেছি যে ৭ই মার্চ এখন বড়ই এতীম। 

‘যেহেতু মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ একটি ব্যবসার উপাদান বানিয়েছিলো, কাজেই সেটিকে আমরা কিভাবে পালন করবো, কোন ভঙ্গিতে পালন করবো, কোনটি করলে আওয়ামী লীগের লাভ লোকসান কমবেশি হবে, তার একটি সমীকরণের ভেতরে ৭ই মার্চের মত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন কিন্তু এতীম হয়ে গেলো।’

আশরাফ কায়সার ব্যক্তিগতভাবে মনে করেন ৭ই মার্চ বাংলাদেশের সম্পত্তি এবং ঐতিহাসিক দিন। আমাদের স্বাধীকার আন্দোলনের স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের প্রেরণা দানকারী একটি ভাষণ। এবং সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেটিকে একটি রাজনৈতিক উপাদান করে দলীয় দিবস বানিয়ে আওয়ামী লীগ ক্ষতি করেছে। এটিকে অস্বীকার করে অন্য ক্যাম্পে যারা রয়েছে তারা এখনও ক্ষতি করছে। 

মুমু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার