ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ওবায়দুল কাদেরের মৃত্যুর গুজব!

প্রকাশিত: ১৬:১০, ১৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৬:৩১, ১৩ ডিসেম্বর ২০২৪

ওবায়দুল কাদেরের মৃত্যুর গুজব!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর মারা গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি টিকটকে ভাইরাল হয় এমন একটি ভিডিও।টিকটকের ওই ভিডিওটি  এখন পর্যন্ত প্রায় ৮ লাখ বার দেখা হয়েছে।

বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) এক প্রতিবেদনে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, ওবায়দুল কাদেরের মৃত্যুর তথ্যটি সঠিক নয়।

রিউমর স্ক্যানার বলছে, ওবায়দুল কাদের মারা যাননি। ২০২১ সালে তিনি অসুস্থ হলে সে সময়ের একটি ভিডিওতে তার মারা যাওয়ার দাবি জুড়ে দেওয়া হয়েছে।  এ বিষয়ে অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

ফুয়াদ

×