ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

রাজধানীতে ৪ বাসে আগুন দিল দুর্বৃত্তরা

প্রকাশিত: ২১:১২, ১১ নভেম্বর ২০২৩; আপডেট: ২২:৩৮, ১১ নভেম্বর ২০২৩

রাজধানীতে ৪ বাসে আগুন দিল দুর্বৃত্তরা

আগুনে পুড়ে গেছে বাস। 

বিএনপি-জামায়াতের চতুর্থ দফা অবরোধের আগের রাতেই রাজধানীর গাবতলী ও নটরডেম কলেজ পুলিশ বক্সের সামনে, গুলিস্তান ও যাত্রাবাড়িতে ৪টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজ পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ অগ্নিসংযোগের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নটরডেম কলেজের পুলিশ বক্সের সামনেবাসে আগুন দেওয়ার খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

এর ১০ মিনিট পর রাত ৮.৩৫ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বলে জানান তিনি।

পরে রাত ৯টার দিকে গুলিস্তানে সুন্দরবন স্কয়ারের সামনে এবং রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ধারণা, অবরোধের সমর্থনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ারের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি ‘সময়’ পরিবহনের। আর রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

এম হাসান

×