
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমেরিকা কাকে ভিসা দেবে আর কাকে দেবে না, একান্তই তাদের নিজস্ব ব্যাপার। তারা নির্দিষ্ট কোনো দলকে স্যাংশনস দিচ্ছে না। যারা নির্বাচনের পরিবেশ বিনষ্ট করবে স্যাংশনস তাদের জন্য।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা পুলিশ লাইনসে ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকার একটি দেশে গিয়ে বলেছেন- ‘যদি তোমরা উন্নয়ন দেখতে চাও, তবে বাংলাদেশে যাও। শেখ হাসিনাকে ফলো করো।’
বিএনপির আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো আন্দোলন-সংগ্রামে সরকার ভীত নয়। বিএনপির আন্দোলন সরকার যেকোনো মূল্যে প্রতিহত করে যথাসময়ে দেশে নির্বাচনের আয়োজন করবে।’
অনুষ্ঠানে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এম হাসান