
মেট্রোরেল
রাজধানীর যানজট নিরসন ও নাগরিকদের সুবিধার লক্ষ্যে চালু হওয়া মেট্রোরেলে এবার নতুন সময়সূচি নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। ফলে চলতি মাসেই সকাল থেকে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল। সেইসঙ্গে এখন থেকে মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি শুক্রবার করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল। অফিসগামী যাত্রীদের চলাচলের সুবিধার্থে আগামী ৩১ মে থেকে এই সূচি কার্যকর করা হবে।
বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
নতুন সময়সূচি অনুযায়ী, ৩১ মে সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত ১০ মিনিট পরপর, সকাল ১১টা ১ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিট পরপর, বিকেল ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ মিনিট পরপর এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।
এর আগে মেট্রোরেল চালু হওয়ার পর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র চার ঘণ্টা চলাচল করছিল। পরে তা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা হয়। এ ছাড়া, বর্তমানে সপ্তাহিক বন্ধ ছাড়া (মঙ্গলবার) বাকি দিন উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করে আসছিল।
এমএইচ