ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বজ্রপাত রোধে তালগাছ প্রকল্প আলোর মুখ দেখেনি : প্রতিমন্ত্রী 

নিজস্ব সংবাদদাতা, রংপুর

প্রকাশিত: ১৯:১৬, ২২ মার্চ ২০২৩

বজ্রপাত রোধে তালগাছ প্রকল্প আলোর মুখ দেখেনি : প্রতিমন্ত্রী 

প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

বজ্রপাত রোধে তালগাছ রোপন প্রকল্প আলোর মুখ না দেখায় নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার (২২ মার্চ) রংপুর নগরীর রবার্টসন্সগঞ্জ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, বজ্রপাতে তালগাছ রোপণ প্রকল্প আলোর মুখ না দেখায় নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের ১৫টি দুর্যোগ প্রবণ এলাকায় বজ্রপাত নিয়ন্ত্রণে বজ্রপাত নিরোধক দন্ড স্থাপন করা হয়েছে। 

প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, বজ্রপাতে মৃত্যুর হার শূন্যে নামাতে এক হাজার ৯০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৈশ্বিক মন্দার কারণে প্রকল্পটি এখনও একনেকে পাস হয়নি। প্রকল্প বাস্তবায়ন করা গেলে আশা করা যায় বজ্রপাতে মৃত্যুর হার শূন্যে নামবে। প্রকল্পটি দ্রুত সময়ের মধ্যে পাস হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে বজ্রপাতের চল্লিশ মিনিট আগে সর্তকবার্তা পাওয়া যাবে বলে জানান তিনি।

এর আগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। এ সময় কলেজ অধ্যক্ষ জাকির হোসেন, গভর্নিং বডির সভাপতি আলতাব হোসেন চৌধুরীসহ জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ

×