ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ ঝটিকা মিছিল করলে সর্বোচ্চ বলপ্রয়োগ: ডিবি যুগ্ম কমিশনার

প্রকাশিত: ১৩:৪৫, ১১ মে ২০২৫; আপডেট: ১৩:৫০, ১১ মে ২০২৫

আওয়ামী লীগ ঝটিকা মিছিল করলে সর্বোচ্চ বলপ্রয়োগ: ডিবি যুগ্ম কমিশনার

ছবি: সংগৃহীত

রাজধানীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি (দক্ষিণ)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পিস্তল, গুলি, বোমা ও একটি প্রাইভেটকার। ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, সম্প্রতি ডাকাতির ঘটনা বাড়ায় নজরদারি বাড়ানো হয়েছে।

একইসঙ্গে তিনি সতর্ক করেন, আওয়ামী লীগ যদি ঝটিকা মিছিলের চেষ্টা করে, তবে আইনের মধ্যে থেকেই সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।

এদিকে, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, নিষিদ্ধ সংগঠনের কেউ কোনো কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এএইচএ

×