
আনুষ্ঠানিক রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল। ক্ষমতায় থাকাকালে তিনি এমন অনেক সিদ্ধান্ত নিয়েছেন যা শতবর্ষ পরেও মানুষ মনে রাখবে। তিনি ছিলেন ইউরোপের ক্রাইসিস ম্যানেজার। তাই তাকে
ইউরোপের রানীও বলা হয়। জার্মানিতে আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের পরই বিদায় নিচ্ছেন মেরকেল। মেরকেল ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান নেতাদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে নেতৃত্বে থেকেছেন। তিনি প্রায় ১০০টি ইইউ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। মাঝে মাঝে তাকে বলা হতো- মেরকেলই সম্মেলন কক্ষের একমাত্র বয়স্ক ব্যক্তি। ইইউকে বহু সঙ্কট পার হতে সহায়তা করেছেন তিনি। অভিবাসন সঙ্কট, ইউরো সঙ্কট, কোভিড-১৯, এমনকি কিছুটা ব্রেক্সিটের ক্ষেত্রেও। কিন্তু মেরকেলের রাজনৈতিক জীবন আসলে দুই ভাগে বিভক্ত। ইউরোপের নেতা হিসেবে যেমন, তেমনি জার্মানির নেতা হিসেবেও তার উত্তরাধিকার আসলে ভালমন্দ মিলিয়ে। জার্মানিতে মেরকেলের সমালোচনা হয় এ জন্যে যে, গত ১৬ বছরের শাসনকালে তিনি ছিলেন একজন ‘ক্রাইসিস ম্যানেজার’। সঙ্কট সামাল দেয়ার জন্য তিনি অপেক্ষা করতে করতে একেবারে শেষ মুহূর্তে গিয়ে সিদ্ধান্ত নিতেন।-ওয়েবসাইট