
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমন্টে প্রজেক্টের (লাইন-৬) প্রকল্প পরিচালক পদে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আফতাব উদ্দিন তালুকদারের মেয়াদ বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করে বলা হয়েছে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে তিনি ওই দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী আফতাব উদ্দিন এই নিয়োগ পেয়েছেন বলে আদেশ উল্লেখ করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের প্রথম মেট্রোরেল চালু করার লক্ষ্য নিয়ে এ প্রকল্পের কাজ চলছে। ইতোমধ্যে প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৫৭ভাগ। প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ প্রকল্পের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের অগ্রগতি হয়েছে ৫৬ ভাগের বেশি। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের অগ্রগতি ৫১ভাগ।