ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি

প্রকাশিত: ২২:১৭, ৩১ অক্টোবর ২০১৮

এবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি

অনলাইন রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংলাপের আমন্ত্রণ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বুধবার সকালে তার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেন। আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নবম জাতীয় সংসদে নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি। পরে ২০১৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করলে এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধীদলের তকমা পায়। দলটির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ সংসদে প্রধান বিরোধীদলীয় নেতা হন। সংসদে বিরোধী দল হলেও সরকারের মন্ত্রিসভায় জাতীয় পার্টির একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী রয়েছেন। এরশাদও হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত। বিএনপির পক্ষ থেকে সংলাপে বসার আহ্বান সরকারি দলের পক্ষে বরাবর নাকচ করা হলেও গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রস্তাবে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সংবিধানসম্মত বিষয়ে’ বৃহস্পতিবার তাদের সঙ্গে সংলাপে বসছেন। তবে আর কোনো দলের সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে এর মধ্যে বলে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তারপরও ঐক্যফ্রন্টের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেখে সংলাপের আমন্ত্রণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীও।
×