ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুকুর সংস্কারের উদ্যোগ চসিকের

প্রকাশিত: ০৪:২৮, ২৩ জুন ২০১৮

 পুকুর সংস্কারের উদ্যোগ চসিকের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পুকুর-দীঘি ও জলাধার সংস্কার, আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণে উদ্যোগী হয়েছে সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বদরশাহ পুকুরটি সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এর জন্য ব্যয় হবে ২ কোটি ৬৪ লাখ টাকা। শুক্রবার দুপুরে শাহ সুফি হযরত আমানত খানের (র.) মাজার মোতোওয়াল্লির বাসভবনে এক মতবিনিময় সভায় মেয়র এ প্রকল্পের কথা অবহিত করেন। আগামী ১৫ জুলাই এ পুকুরের সংস্কার ও আধুনিকায়নের কাজ শুরু হবে। বৈঠকে সংসদ সদস্য আশেক উল্লাহ চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক নিয়াজ মোর্শেদ এলিট, মুক্তিযোদ্ধা এনামুল হক, হযরত শাহ সুফি আমানত খানের (র.) মাজার মোতোওয়াল্লি এফ কিউ খান, বেলায়েত উল্লাহ খান, শওকত আলী খান, আন্দরিকল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরহাদুল আলম উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় বদরপুকুর সংস্কার, পুকুরের চারপাশে ওয়াকওয়ে, বসার স্থান, গাছগাছালি রোপণ, ৪টি পুকুর ঘাট, পুকুরের মাঝখানে সুদৃশ্য ফোয়ারা নির্মাণ, চারদিকে ড্রেনেজ ব্যবস্থা, দর্শনার্থীদের নিরাপত্তা, সোলার প্যানেল স্থাপন, বদরশাহ মাজার সংলগ্ন স্থানে টাইলস প্রতিস্থাপন, রাস্তা ও টয়লেট নির্মাণ, আলোকায়ন এবং সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে।
×