ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত

প্রকাশিত: ০৫:৩৪, ২২ নভেম্বর ২০১৭

হাতিয়ায় বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত

নিজস্ব সংবাদদাতা হাতিয়া, ২১ নবেম্বর ॥ উপজেলা হাতিয়ার বয়ার চরের চতলারঘাট এলাকায় র‌্যাব-১১-এর সঙ্গে বন্দুকযুদ্ধে সাইফুল বাহিনীর প্রধান ডাকাত সর্দার সাইফুল (৩২) ও তার সেকেন্ড-ইন-কমান্ড শফিক (৩০) নিহত হয়েছে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। র‌্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার জানান, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ডাকাত সর্দার সাইফুল ও তার সেকেন্ড-ইন-কমান্ড শফিকের বাড়ি উপজেলার বুড়িরচর ইউনিয়নে। সাইফুল বাহিনীর প্রধান সাইফুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ দস্যু। তার বিরুদ্ধে হত্যা ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে। ঘটনাস্থলের পাশে দস্যুদের আস্তানা থেকে ১টি বিদেশী পিস্তল, ১পি দুই নলা বন্দুক, ৪টি ১ নলা বন্দুকসহ ৬টি আগ্নেয়াস্ত্র, ৩৭টি মোবাইল ফোন ও নগদ ৫৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। র‌্যাব জানায়, সোমবার রাতে সাইফুল ও শফিকসহ কয়েকজন দস্যু উপজেলার বয়ারচরের চতলারঘাটে অবস্থান করছে গোপন সূত্রে এ খবর পায় র‌্যাব। এরপর র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় দস্যু বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে সাইফুল ও শফিক ঘটনাস্থলে মারা যায়। অন্যরা পালিয়ে যায়।
×