স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সেনানিবাসের ব্যারাক থেকে এক সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম হেলাল উদ্দিন। নিহত হেলাল ৫৫ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তার সৈনিক নম্বর-১৪৪৭৯২৫। তার বাড়ি জামালপুর জেলার জামালগঞ্জ উপজেলার রামপুর গ্রামে। সে ওই গ্রামের নুরুল হকের পুত্র এবং ৮ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত। সেনাবাহিনীর ক্যাপ্টেন প্রশান্ত কুমার ঘটক রায় শুক্রবার সকালে কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি করেছে, যার নম্বর ১৮৮।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, হেলাল উদ্দিনসহ ১১ সেনা সদস্য ব্যারাকের একটি কক্ষে থাকতেন। ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।
শীর্ষ সংবাদ: