ঢাকা, বাংলাদেশ   রোববার ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

ফেসবুকে কী সেই বড় পরিবর্তন? কেমন ভিডিও বানালে আয় করা যাবে!

প্রকাশিত: ০৯:০৭, ২৯ জুন ২০২৫; আপডেট: ০৯:০৮, ২৯ জুন ২০২৫

ফেসবুকে কী সেই বড় পরিবর্তন? কেমন ভিডিও বানালে আয় করা যাবে!

ছবি: প্রতীকী

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনছে এর মূল কোম্পানি মেটা। এখন থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে নাসব ভিডিওই স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হবে রিলস আকারে। এর ফলে ফেসবুক ভিডিও প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাতারা যে আয় করতেন, সেই সুযোগ অনেকটাই সংকুচিত হয়ে যাচ্ছে।

সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানায়, ফেসবুকের ভিডিও ও রিলস ফিচারকে একীভূত করে একটি ইউনিফাইড ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও তৈরি, সম্পাদনা ও শেয়ার করতে পারবেন আরও সহজে ও দ্রুততর উপায়ে।

মেটার ভাষ্য, এতদিন রিলস এবং ভিডিও আলাদা ছিল। রিলসের দৈর্ঘ্যসীমা ছিল সর্বোচ্চ ৬০ থেকে ৯০ সেকেন্ড। তবে এখন থেকে যে কোনো দৈর্ঘ্যের ভিডিওহোক সেটা ৩০ সেকেন্ডের ছোট ক্লিপ কিংবা ১০ মিনিটের পূর্ণাঙ্গ ভিডিওসবই রিলস হিসেবেই গণ্য হবে।

এই পরিবর্তনের ফলে ভিডিও থেকে আলাদা মনিটাইজেশনের সুযোগ আর থাকছে না। অর্থাৎ যারা দীর্ঘ ভিডিও পোস্ট করে মাসে লাখ টাকা পর্যন্ত আয় করতেন, তাদের এখন রিলসের নির্ধারিত নীতিমালার অধীনে কনটেন্ট তৈরি করতে হবে এবং আয় করতে হবে।

তবে কনটেন্ট নির্মাতাদের জন্য কিছু নতুন সুবিধাও যুক্ত করা হচ্ছে। মেটা জানিয়েছে, নতুন এই আপডেটে থাকছে উন্নত ক্রিয়েটিভ টুলস ও এডিটিং অপশনযেমন সহজে ভিডিও কার্ড, ফিল্টার, টেক্সট এবং মিউজিক যোগ করার সুবিধা। এসব ফিচার প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই ব্যবহার করা যাবে।

বিশ্লেষকদের মতে, ভিডিও ও রিলস একীভূত করার এই সিদ্ধান্ত ফেসবুকের ভিডিও-ভিত্তিক ব্যবহার আরও বাড়াবে ঠিকই, তবে আয়ের দিক থেকে অনেক কনটেন্ট নির্মাতাকে নতুন নিয়মে নিজেদের মানিয়ে নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এখন আর শুধু সময় কাটানোর জায়গা নয়, বরং বহু মানুষের জীবিকার উৎস। ফলে ফেসবুকের এই পরিবর্তন নিঃসন্দেহে অনেকের জন্য নতুন বাস্তবতা তৈরি করবে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=Tb31MhipIl0

রাকিব

×