
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে জনতা ব্যাংকের ব্রাঞ্চ ও প্রধান নির্বাহীর ইউএই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ও জনতা ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই ব্যাংক কার্যালয়ের উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন দূতাবাসের মিশন উপ প্রধান শাহনাজ রানু, কাউন্সিলর সাইফুল ইসলাম এবং জনতা ব্যাংক আমিরাতের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, ব্যাংকের আবুধাবি শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবির আঞ্চলিক ব্যবস্থাপক শাহাদাত হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওবায়দুল/মুমু