ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নাজিয়া ফেরদৌস

ছোট কাগজ ॥ পাতাদের সংসার

প্রকাশিত: ০৭:১২, ১৩ অক্টোবর ২০১৭

ছোট কাগজ ॥ পাতাদের সংসার

সৈয়দ ওয়ালীউল্লাহ্, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, আখতারুজ্জামান ইলিয়াস, কায়েস আহমেদ, শহীদুল জহিরের পর বাংলাদেশের কথাসাহিত্য সমৃদ্ধতার সূত্রে নতুন পথে যারা এগিয়ে নিচ্ছেন তাদের মধ্যে অগ্রগণ্য শাহাদুজ্জামান। গল্প বলার ভঙ্গি কিংবা বিষয় নির্বাচনে নিরীক্ষার পরিচয় দিয়ে তিনি সাহিত্যে নিজের স্বাতন্ত্র্যিক অবস্থান তৈরি করেছেন। ফলে সাহিত্যের নবীন-প্রবীণ পাঠকের পছন্দের নাম হয়ে ওঠেছে শাহাদুজ্জামান। শাহাদুজ্জামানকে নিয়ে ‘পাতাদের সংসার’ কাগজ প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। এ কাগজের লক্ষতই হলো জীবিতদের নিয়ে কাজ করা, সে লক্ষ্য বজায় রেখেই এ আয়োজন। প্রবীণ লেখকদের পাশাপাশি তরুণরাও কলম ধরেছেন শাহাদুজ্জামানের গ্রন্থ নিয়ে। তরুণদের কাছে শাহাদুজ্জামান বেশ জনপ্রিয় বলে লেখার মধ্য দিয়ে তাদের অংশগ্রহণ সংখ্যাটিকে সমৃদ্ধ করে তুলেছে। তার সাহিত্যকর্ম নিয়ে এর আগে একক কোন সংখ্যা প্রকাশিত হয়নি। ‘পাতাদের সংসার’ সাহিত্য পত্রিকাতেই তাকে নিয়ে প্রথম কাজ হলো। বাংলাদেশের সাহিত্যের রাজপুত্র সৈয়দ শামসুল হক তার প্রকাশিত প্রথম গল্প পড়ে বলেছেন, ‘শাহাদুজ্জামান আসলে একটি গল্পই লিখেছেন; এবং পড়ে উঠবার পর অনুভব করলাম, উজ্জ্বল সম্ভাবনাময় এক লেখকের সঞ্চরণ। এমন কল্পনা, প্রকরণ-জ্ঞান এবং ভাবশক্তি যার প্রথম কলমেই পাই, তাকে অভিনন্দন; মুমূর্ষু বাংলা ছোট গল্পকে উদ্ধার করবার কাজে এখানে নিয়োজিত আছেন শান্তিহীন শ্রম ও সচেতন দৃষ্টিকল্পনা নিয়ে অতিসামান্য যে দু-তিনজন, তাদের সহযাত্রী হবার আহ্বান শাহাদুজ্জামানকে জানাই।’ শাহাদুজ্জামান সে ভূমিকায় নিয়োজিত আছেন। বাংলাদেশের গল্পে নতুন মাত্রা যোগ করে তা সমৃদ্ধতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন শাহাদুজ্জামান। তাঁর গল্প বিচরণ করছে সময় থেকে সময়ে। গল্পের সুর বদলে গিয়ে তিনি নতুন রূপে পরিচয় করিয়ে দেন বাংলা ছোটগল্পকে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হক তার সাহিত্যকর্ম মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, ‘শাহাদুজ্জামান এখন বাংলা সাহিত্যের একজন মান্য, খুবই শক্তিশালী লেখক।’ প্রবীণদের আশীর্বাদ শাহাদুজ্জামানের জন্য যেমন মঙ্গলজনক, যেমন অনুপ্রেরণা দানে সহায়ক। ছোটগল্পে তিনি চেষ্টা ও শ্রম ব্যয়ে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন। শাহাদুজ্জামান সাহিত্যের বিচিত্র স্বাদ দিয়েছেন পাঠকদের। পাঠক কখনো তার কথাসাহিত্য পড়ে গভীর চিন্তার জগতে বিচরণ করে কিংবা মুগ্ধতায় আচ্ছন্ন হয়, কখনোবা প্রবন্ধ-নিবন্ধ-কলাম-বক্তৃতা-সাক্ষাৎকার-অনুবাদ পড়ে খুঁজে নেয় নিজেদের ভালোলাগা। এ সংখ্যায় শাহাদুজ্জামানের লেখালেখির প্রস্তুতি পর্বের গল্প, কথাসাহিত্য, প্রবন্ধ-নিবন্ধ, কলাম, সাক্ষাৎকার, বক্তৃতা, ভ্রমণ, সম্পাদনা প্রসঙ্গে আলোচকগণ নিজস্ব মূল্যায়ন উপস্থাপন করেছেন। এছাড়াও সংখ্যাটিতে রয়েছে তার প্রথম লেখা, নির্বাচিত গল্প, পাঠকের অভিমত, শাহাদুজ্জামানের জীবনী ও সাক্ষাৎকার এবং তাকে লেখা বিভিন্নজনের চিঠি। এ সংখ্যাটি পাঠের মধ্য দিয়ে শাহাদুজ্জামানের প্রতি আগ্রহীরা নিজেদের কৌতূহল মেটাতে সক্ষম হবে। পাঠ্যপুস্তকের সঙ্গে লেখকের ব্যক্তিজীবন ও তার রচনা নিয়ে আলোচনা জানার আগ্রহ সাহিত্যপ্রেমীর সহজাত প্রবণতা, এ সংখ্যা পাঠে তাদের অনুসন্ধিৎসা পূরণ হবে বলে মনে করছি।
×