ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাস্তবের আয়না

প্রকাশিত: ০৭:০৪, ২১ জুলাই ২০১৭

বাস্তবের আয়না

বিপ্লবী গুস্তাব কুরেবের চোখের ভাষা পটে চিত্র আঁকে অন্নহীন গ্রামবাসী প্লাটফর্মে যাত্রীর ছুটোছুটি। রাস্তার পাশে কিশোর বয়স্ক শ্রমিক পরনে ছেঁড়া জামা জোড়াতালি মোটা ট্রাউজার আনমনে চেইন খোলা বেয়াদব নুনুটা লাফায় হাঁটু গেড়ে বসে হাতুড়ির ঠকঠক ভাঙ্গছে পাথর গাছে গাছে কাঠ ঠোকরার ঠোকরে নিষ্ঠুর প্রতিবাদ। রাতজাগা যুবকের হাতে কোদাল মাথায় ঝুড়ি টুকরি গাইতি শাবল তীব্র রোদে পুরনো জুতার ভেতরে রঙ্গচটা নীল মোজায় উঁকি মারে অধিকার। তুলির টানে লাইন রচনা ক্যানভাসে ধূসর সাদা বাদামি রঙ্গের প্যালেট উপরে পাহাড় নিচে অভাবী মানুষের জীবন যন্ত্রণা সমাজতান্ত্রিক ছবি দৃশ্যত সমগ্র বিপ্লবের প্রতিচ্ছবি।
×