ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ, নারী ধর্ষণে বেপরোয়া চক্র: কায়কোবাদ

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুমিল্লা

প্রকাশিত: ০৮:১৬, ১ জুলাই ২০২৫

এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ, নারী ধর্ষণে বেপরোয়া চক্র: কায়কোবাদ

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পর থেকেই পতিত আওয়ামী লীগকে রাজনৈতিক মঞ্চে পুনর্বাসনের চেষ্টা চলছে। আর এর খেসারত দিচ্ছে দেশের নারী সমাজ। কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণের ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ।

সোমবার (৩০ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমার রাজনৈতিক জীবনের বয়স ৪০ বছর। কিন্তু মুরাদনগরে এমন বর্বর ও পাশবিক ধর্ষণের ঘটনা অতীতে ঘটেছে বলে জানা নেই। এনসিপি গঠনের পর থেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী ও দুর্বৃত্ত চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে।’

তিনি অভিযোগ করেন, ‘গত বৃহস্পতিবার মধ্যরাতে ঘটে যাওয়া ধর্ষণের নৃশংস ঘটনাটি প্রমাণ করে ক্ষমতার ছত্রছায়ায় থাকা এই চক্র এখনও কতটা বেপরোয়া। এনসিপির ব্যানারে পুরনো অপরাধীরা আবারও মাঠ দখল শুরু করেছে।’

কায়কোবাদ বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সরকারের এই উদাসীনতা ও দায়হীনতা আজ নারীদের জীবনের সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের সময়েও বহু নারী-শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু কোনোটিরই দৃষ্টান্তমূলক বিচার হয়নি। ফলে অপরাধীরা বরাবরই পার পেয়ে গেছে। বিচারহীনতার এই সংস্কৃতিই আজকে ধর্ষণকারীদের উৎসাহিত করছে।’

এনসিপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা আজ জাতীয় ঐক্যের নামে পতিত আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার অপচেষ্টা করছেন, তারা আসলে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। এই চক্রই দেশের নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের দায় এড়াতে পারে না।’

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে কায়কোবাদ বলেন, ‘নারী নির্যাতন, বিচারহীনতা ও পতিত রাজনৈতিক চক্রের পুনর্বাসনের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের মানুষ জেগে উঠলেই এই চক্রের পতন অনিবার্য।’

তিনি দাবি করেন, ‘মুরাদনগরে ঘটে যাওয়া এই নৃশংস ধর্ষণের ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর বিএনপি জনগণের পাশে আছেথাকবে।’

রাকিব

×