ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সিঙ্গার বাংলাদেশে কাস্টমার এক্সপেরিয়েন্স বিশ্লেষকের নিয়োগ আবেদন করুন ৩১ মে’র মধ্যে

প্রকাশিত: ১০:২১, ২৭ মে ২০২৫; আপডেট: ১০:২২, ২৭ মে ২০২৫

সিঙ্গার বাংলাদেশে কাস্টমার এক্সপেরিয়েন্স বিশ্লেষকের নিয়োগ আবেদন করুন ৩১ মে’র মধ্যে

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ‘Responsible - Customer Experience’ পদে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দেবে।

চাকরির ধরন: ফুল টাইম
পদসংখ্যা:
অভিজ্ঞতা: অন্তত ২ বছর (FMCG, ব্যাংক, অ্যাড এজেন্সি বা কল সেন্টারে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার)
যোগ্যতা: মার্কেটিং-এ BBA
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: ঢাকার ইস্কাটনে অবস্থিত অফিস

দায়িত্ব:

  • কাস্টমার ইনসাইট বিশ্লেষণ

  • কল সেন্টার পরিচালনা ও গ্রাহক সন্তুষ্টি বাড়ানো

  • ভোক্তার অভিজ্ঞতার ভিত্তিতে স্ট্র্যাটেজি তৈরি

বিশেষ দক্ষতা:
CRM, Power BI/Tableau, কাস্টমার কেয়ার, সমস্যা সমাধান ও বিশ্লেষণ ক্ষমতা

সুযোগ-সুবিধা:
বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস (২টি), প্রফিট শেয়ার, গ্র্যাচুইটি, হেলথ বেনিফিটসহ আরও

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৫

অভিজ্ঞ ও বিশ্লেষণধর্মী প্রার্থীরা দেরি না করে এখনই আবেদন করুন!

আবির

×