
ছবি: দৈনিক জনকন্ঠ।
মাধবপুরের কৃষক ফারুক মিয়ার খুনিদের ফাঁসির দাবিতে মনতলা বাজারে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বুধবার (২৮ মে) সকালে উপজেলার মনতলা বাজারে কলেজ রোডে আয়োজিত এই মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ হাসিম, শিক্ষক মজিবুর রহমান বাহার, বহরা ইউনিয়ন বিএনপি সভাপতি শাহীন আলম রিপন, সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীন, সাংগঠনিক সম্পাদক ফরিদ মেম্বার, সাবেক সভাপতি ডাঃ লাল মিয়া, ব্যবসায়ী ফয়সল মিয়া, নিহতের ছেলে তুহিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষক ফারুক মিয়া অত্যন্ত সহজ সরল প্রকৃতির লোক ছিল। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাই বিচার বিভাগের প্রতি আমাদের দাবি ফারুকের খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি।
উপজেলা রসুলপুর গ্রামের মোহাম্মদ আলী রুবেল (৩২) ও বুল্রা গ্রামের বিধান কর্মকার (৩৫), মনতলা আফজালপুর গ্রামের কৃষক ফারুক মিয়াকে পাওনা টাকার জের ধরে নৃশংসভাবে খুন করে।
নিহতের ছেলে আতিকুল জানান, গত ১৩ মে তার পিতা ফারুক বাড়ি থেকে বের হওয়ার পর মনতলা বাজার এলাকা থেকে নিখোঁজ হন। নিখোঁজের পরদিন ১৪ মে মাধবপুর থানায় একটি নিখোঁজ জিডি করেন। পুলিশ তদন্ত করে নিখোঁজ ফারুকের কোনো সন্ধান বের করতে পারেনি। নিখোঁজের ১০ দিন পর ২৩ মে দুপুরে স্থানীয় লোকজন মনতলা কলেজের পশ্চিম দিকে দিঘীর পাড় নামক স্থানে একটি বাঁশঝাড়ে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুকের পরনের লুঙ্গি দেখে তার পরিবার ফারুকের লাশ শনাক্ত করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা অঞ্জন কুমার তালুকদার জানান, ‘ঘটনার সাথে সরাসরি জড়িত মোস্ট ওয়ান্টেড আসামি উপজেলা রসুলপুর গ্রামের মোহাম্মদ আলী রুবেল (৩২) ও বুল্রা গ্রামের বিধান কর্মকার (৩৫) কে লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্য আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হবে।আসামীরা এখন কারাগারে রয়েছে।’
মিরাজ খান