
ছবি: সংগৃহীত
ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর লিভার ক্যানসারের দ্বিতীয় স্তরে (স্টেজ ২) আক্রান্ত হয়েছেন। এই খবরটি তিনি নিজেই ২৭ মে তার ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে পেটের ব্যথায় ভোগার পর চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে লিভারে টেনিস বলের আকারের একটি টিউমার ধরা পড়ে, যা ম্যালিগন্যান্ট বা ক্যানসারাস বলে চিহ্নিত হয়েছে ।
দীপিকা তার পোস্টে লিখেছেন, “গত কয়েক সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। পেটের উপরের অংশে তীব্র ব্যথা অনুভব করায় হাসপাতালে গেলে চিকিৎসকরা লিভারে টেনিস বলের আকারের একটি টিউমার শনাক্ত করেন, যা দ্বিতীয় স্তরের ক্যানসার। আমি দৃঢ় প্রতিজ্ঞ যে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও শক্তিশালী হয়ে উঠব। আমার পরিবার এবং আপনাদের ভালোবাসা আমাকে এই যাত্রায় সাহস জোগাবে। আমাকে প্রার্থনায় রাখবেন।”
দীপিকা কক্কর 'সাসুরাল সিমর কা' ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি তিনি 'সেলিব্রিটি মাস্টারশেফ' শো থেকে শারীরিক সমস্যার কারণে সরে যান । তার স্বামী শোয়েব ইব্রাহিমও দীপিকার শারীরিক অবস্থার বিষয়ে ভক্তদের অবহিত করেন।
এই কঠিন সময়ে দীপিকার প্রতি সহানুভূতি ও সমর্থন জানিয়ে তার সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শুভকামনা জানিয়েছেন ।
দীপিকার এই সাহসী পদক্ষেপ ও ইতিবাচক মনোভাব তাকে দ্রুত সুস্থতার পথে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই আশা করা হচ্ছে।
শিহাব