
ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলা আইন শৃঙ্খলা এবং চোরাচালান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৮ মে বুধবার উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কসবা মোঃ আবদুল কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হক স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আলী আশরাফ, জামাত ইসলামের উপজেলা নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, এনসিপির প্রতিনিধি মোঃ শাহিন, বিজিবির কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ। অংশগ্রহনকারী সকলেই বর্ডার বেল্ট হিসেবে কসবাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখেন। সভাপতি তার বক্তব্যে বিজিবিকে ঈদ উল আজহা উপলক্ষে ভারত থেকে গরু চোরাচালান প্রতিরোধে তৎপর থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন।
সায়মা