
২০২০ সালে লিগ শিরোপা জিতছিল লিভারপুল। তবে কোভিড মহামারির কারণে সেবার উৎসব করতে পারেনি ভক্তরা। ২০২৫ সালে আবারও চ্যাম্পিয়ন অল রেডরা। প্রায় ৩৫ বছর পর উৎসব করতে পারার সুযোগ। তাই পুরো লিভারপুল শহর ছিল প্রায় উন্মাতাল।
তবে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় উৎসব রূপ নিয়েছে বিষাদে। লিভারপুলের ট্রফি প্যারেডে গাড়ি নিয়ে সমর্থকদের ধাওয়া করেছেন ব্রিটিশ এক নাগরিক। গাড়িচাপায় আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। যাদের মধ্যে ৪ জন শিশুও রয়েছেন। এই ঘটনায় সহানুভূতি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।
পুলিশ জানিয়েছে, লিভারপুল এলাকার ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ পুরুষ একাই এই হামলা চালিয়েছেন। তবে এটাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না। টেম্পোরারি ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস সাংবাদিকদের বলেন, 'আমরা মনে করছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এর সঙ্গে আর কেউ জড়িত নেই। এটি সন্ত্রাসবাদের ঘটনা নয়।'
এই ঘটনায় জড়িত ড্রাইভারকে এরইমাঝে আটক করা হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে একজন শিশু এবং একজন প্রাপ্তবয়স্কের অবস্থা গুরুতর। অন্তত চারজনকে উদ্ধার করা হয়েছে গাড়ির নিচ থেকে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি গাঢ় রঙের গাড়ি আচমকাই রাস্তার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। ওয়াটার স্ট্রিটের সেই স্থানে লিভারপুল দলের খেলোয়াড়েরা খোলা ছাদের বাসে ট্রফি নিয়ে শহর ঘুরে উদযাপন করছিলেন। আকস্মিক এই গাড়ির ধাক্কায় বেশ কয়েকজনকে হাওয়ায় ভেসে যেতেও দেখা যায়।
একপর্যায়ে গাড়ি থামার পর ক্ষুব্ধ ভক্তরা গাড়িটিকে ঘিরে ধরে জানালা ভাঙতে চেষ্টা করেন। অবশ্য পুলিশের হস্তক্ষেপে চালকের কাছে যেতে পারেননি সাধারণ ভক্তরা।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে লিভারপুলও। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘ওয়াটার স্ট্রিটে আজ সন্ধ্যায় ট্রফি প্যারেডের শেষ দিকে সংঘটিত ঘটনাটি নিয়ে আমরা মার্সিসাইড পুলিশ-এর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি। এই গুরুতর ঘটনায় আহত সকলের প্রতি আমাদের সহানুভূতি ও প্রার্থনা রইলো।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই ঘটনায় আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, 'লিভারপুলে যা ঘটেছে তা ভয়ানক। আহতদের প্রতি আমার সহানুভূতি রইল। দ্রুত এবং সাহসিকতার সঙ্গে প্রতিক্রিয়া জানানোর জন্য আমি পুলিশ ও জরুরি পরিষেবার সদস্যদের ধন্যবাদ জানাই।'
রিফাত