ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ফিলিস্তিনি ইতিহাসের এক অব্যাহত ক্ষত: কী স্মরণ করায় নাকবা দিবস?

প্রকাশিত: ০৫:৪৭, ১৫ মে ২০২৫

ফিলিস্তিনি ইতিহাসের এক অব্যাহত ক্ষত: কী স্মরণ করায় নাকবা দিবস?

ছবি: সংগৃহীত

প্রতি বছর ১৫ মে ফিলিস্তিনিরা পালন করে নাকবা দিবস—যে দিনটি স্মরণ করে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ফিলিস্তিন থেকে প্রায় ৭,৫০,০০০ ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করার ঐতিহাসিক ট্র্যাজেডি।

১৯৪৭ থেকে ১৯৪৯ সালের মধ্যে সায়োনিস্ট বাহিনী ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের ৭৮ শতাংশ দখল করে নেয় এবং লক্ষ লক্ষ মানুষকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে।

আরবি শব্দ "নাকবা" অর্থ "বিপর্যয়"—এটি শুধুই অতীতের এক ঘটনা নয়। বর্তমানেও গাজায় ইসরায়েলের হামলা ও ফিলিস্তিনিদের উচ্ছেদ প্রচেষ্টা দেখে অনেকেই বলছেন, "নাকবা এখনো শেষ হয়নি।"

এই দিনটি উপলক্ষে মিছিল, প্রতিবাদ ও নানা কর্মসূচির মাধ্যমে বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা এবং তাঁদের সমর্থকেরা এই দুঃখজনক ইতিহাসকে স্মরণ করেন।

এসএফ

×