
ছবি: সংগৃহীত
ইসরায়েলের অবরোধে বিপর্যস্ত গাজার স্বাস্থ্যব্যবস্থা এখন ধ্বংসপ্রায়। উত্তরের ইন্দোনেশিয়ান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আওয়াদ জানিয়েছেন, হাসপাতালে জায়গার অভাবে আহতদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, আর মরদেহ পড়ে থাকছে করিডোর জুড়ে।
তিনি AFP-কে বলেন, শহীদদের দেহ হাসপাতালের করিডোরে পড়ে আছে। আমাদের কাছে পর্যাপ্ত বিছানা নেই, নেই ওষুধ বা অস্ত্রোপচারের ব্যবস্থা। ফলে অনেক আহত রোগীকে বাঁচানো যাচ্ছে না।
গাজা উপত্যকায় ইসরায়েল মার্চের শুরু থেকে পূর্ণ অবরোধ আরোপ করেছে। ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও জ্বালানি প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকায় স্থানীয় হাসপাতালগুলো ধসে পড়েছে কার্যত।
হাসপাতালের ভেতরে ন্যূনতম চিকিৎসা সুবিধা নেই, বিদ্যুৎসংকটে অস্ত্রোপচার থেমে আছে, ভেন্টিলেটর বা অক্সিজেনের অভাবে গুরুতর আহত রোগীদের মৃত্যু ঘটছে প্রতিনিয়ত।
চিকিৎসক মোহাম্মদ আওয়াদ বলেন, আমরা হাত-পা বেঁধে দাঁড়িয়ে আছি — চোখের সামনে মানুষ মরছে, অথচ কিছুই করার নেই।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বহুদিন ধরেই গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। তবে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত পূর্ণ অবরোধে অনড়।
এই পরিস্থিতিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ বলেও অভিহিত করছে।
এসএফ