
ছবি : সংগৃহীত
সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পর ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। কয়েকদিনের টানা উত্তেজনার পর এই পদক্ষেপ স্বাভাবিক অবস্থায় ফেরার একটি সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার, ১৩ মে থেকে শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমে ফিরতে শুরু করেছে । এই ফিরে আসা সম্ভব হয়েছে দুই দেশের মধ্যে সদ্য হওয়া যুদ্ধবিরতির চুক্তির ফলে, যার কারণে সীমান্ত বরাবর শত্রুতা অনেকটাই কমে গেছে।এই অগ্রগতি যুদ্ধপ্রবণ এলাকার সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং এটি প্রমাণ করে, কূটনৈতিক চুক্তিগুলো কীভাবে মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব প্রভাব ফেলতে পারে।
আনাদুলুর একটি প্রতিবেদনে দেখা যায় শিক্ষক ও অভিভাবকেরাও অনুভূতি প্রকাশ করেন; তারা শিক্ষা চালু রাখার গুরুত্বের কথা বলেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী শান্তির দিকে এগিয়ে নেবে।
তবে সামগ্রিকভাবে উত্তেজনা কিছুটা কমে এলেও সীমান্তবর্তী কিছু এলাকায় এখনো সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। ভারতের পাঞ্জাব রাজ্যের কিছু জেলায়, বিশেষ করে আমৃতসর ও তারন তারন–এ নিরাপত্তাজনিত উদ্বেগ থাকায় স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং অনলাইন ক্লাসে পাঠদান চালু রয়েছে।
এই প্রেক্ষাপটে দুই দেশের সাধারণ মানুষের মাঝে স্বস্তি দেখা দিলেও, সীমান্ত এলাকাগুলোতে সতর্কতা ও নজরদারি বজায় রয়েছে।
সা/ই