
ছবি: সংগৃহীত
বিবাহবিচ্ছেদ বা ডিভোর্স একটি গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া। অনেকেই জানেন না কীভাবে ডিভোর্স দিতে হয় বা কোন কোন কাগজপত্র প্রয়োজন হয় এই প্রক্রিয়ায়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
তিনি বলেন, "ডিভোর্স দেওয়ার জন্য প্রথমেই কাবিননামা থাকা প্রয়োজন। কাবিননামা থাকলে সেটির ভিত্তিতে স্বাভাবিক প্রক্রিয়ায় তালাকনামা প্রস্তুত করা যায় এবং ডিভোর্স সম্পন্ন হয়।"
তবে অনেক সময় দেখা যায়, বিবাহের সময় কাবিননামা সংরক্ষিত থাকে না বা হারিয়ে যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, “যদি কাবিননামা না থাকে, তাহলে দুই হাজার টাকার একটি স্ট্যাম্পে বিবাহের প্রমাণস্বরূপ একটি এফিডেভিট করতে হবে। এই এফিডেভিট নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত করতে হবে।”
তিনি আরও বলেন, “সরকার নির্ধারিত এই স্ট্যাম্পে বিয়ের তথ্য উল্লেখ করে একজন আইনজীবীর মাধ্যমে ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। অর্থাৎ, কাবিননামা না থাকলেও আইন অনুযায়ী নির্দিষ্ট পদ্ধতিতে তালাক দেওয়া যায়।”
সংক্ষেপে, ডিভোর্সের জন্য সাধারণত কাবিননামা প্রয়োজন হয়। তবে তা না থাকলে দুই হাজার টাকার স্ট্যাম্পে নোটারাইজড এফিডেভিটের মাধ্যমে ডিভোর্সের আইনি প্রক্রিয়া চালানো যায়। এতে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর সহায়তা নেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন মোহাম্মদ জাকির হোসেন।
সূত্র: https://youtube.com/shorts/eNQvCQamYAk?si=ePHnURz-TQwKpH_p
এএইচএ