ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

শ্রীনগর বিমানবন্দরের আশেপাশে বিস্ফোরণ: পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে

প্রকাশিত: ০০:৩৪, ১০ মে ২০২৫

শ্রীনগর বিমানবন্দরের আশেপাশে বিস্ফোরণ: পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে

ছবি: সংগৃহীত

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরের আশেপাশে বিস্ফোরণের শব্দে চাঞ্চল্য ছড়িয়েছে। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে কাজ করা সাংবাদিক উমর মেহরাজ আল জাজিরাকে জানিয়েছেন, শ্রীনগর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ খুবই অস্বাভাবিক ঘটনা।

তিনি বলেন, বর্তমানে কাশ্মীরে যে বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটছে, তা অনেকের কাছে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময়কার অভিজ্ঞতার মতো মনে হচ্ছে।

মেহরাজ আরও বলেন, আমার সাংবাদিকতা জীবনে আমি কখনও দেখিনি পাকিস্তান কাশ্মীর বা জম্মু অঞ্চলে এমনভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

তার ভাষায়, পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে, মানুষের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়ছে। কেউই জানে না সামনে কী ঘটতে চলেছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান এই সামরিক উত্তেজনা দুই দেশের সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক মহল থেকেও ইতিমধ্যে শান্তির আহ্বান জানানো হচ্ছে।

তথ্যসূত্র: আলজাজিরা

এসএফ

আরো পড়ুন  

×