
ছবি: সংগৃহীত
মেক্সিকো উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় হিলারি। মার্কিন আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে, মেক্সিকোতে এই শক্তিশালী ঝড়ের প্রভাবে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে বহু প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলছে, এটি এখন ক্যাটাগরি ২ ঝড়ে পরিণত হয়েছে। ঘণ্টায় ১০০ মাইল (১৭৫ কিলোমিটার) বেগে বাতাস বয়ে যাচ্ছে। স্থানীয় সময় শনিবার আরও পরের দিকে এই ঝড় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:আবেদন আপিলে খারিজ, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে
মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ এবং দক্ষিণ-পশ্চিম যুক্তরাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের খবর জানিয়েছে এনএইচসি। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় পৌঁছানোর আগেই এই ঘূর্ণিঝড় দূর্বল হয়ে একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হবে। ৮০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই হবে প্রথম গ্রীষ্মমন্ডলীয় ঝড় যা যুক্তরাষ্ট্রে আঘাত হানছে।
এর আগে ঘণ্টায় ১৩০ মাইল বেগে অগ্রসর হওয়া এই ঝড়কে ক্যাটাগরি ৩ মাত্রার শক্তিশালী ঝড় হিসেবে উল্লেখ করা হয়। এনএইচসি জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ নেভাদার কিছু এলাকায় ২৫ সেন্টিমিটার (১০ ইঞ্চি) বৃষ্টিপাত হতে পারে।
এর আগে সান ডিয়েগোতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করে জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস)। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষকে বন্যা সতর্কতায় রাখা হয়েছে।
খবর বিবিসির।
টিএস