
ছবি: সংগৃহীত
সাবেক এমপি মমতাজ বেগমের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে মঙ্গলবার (১৩ মে) ঢাকার সিএমএম আদালত এলাকায় সাংবাদিকদের হেনস্তা করেন বিএনপিপন্থী কিছু আইনজীবী। এসময় তারা সাংবাদিকদের গালাগাল ও দেখে নেওয়ার হুমকি দেন।
জানা যায়, মমতাজ বেগমকে আদালতে তোলার সময় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের এজলাস থেকে বেরিয়ে যেতে বলেন আইনজীবী মাহবুব আলম ও আক্তার হোসেন। এতে বাকবিতণ্ডা শুরু হয়। শুনানি শেষে ক্যামেরা পজিশন নিয়ে আইনজীবীদের মধ্যেই ধাক্কাধাক্কি হয়। শান্ত করার চেষ্টা করলে সাংবাদিক রাব্বি হোসেন ও আসিফ মাহমুদ সিয়ামের ওপর চড়াও হন কয়েকজন আইনজীবী।
ঘটনার নিন্দা জানিয়েছে কোর্ট রিপোর্টার্স ইউনিটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত দুই আইনজীবীকে সরিয়ে নেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
এএইচএ