ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মিশিগানের ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র (মিশিগান) থেকে 

প্রকাশিত: ১৪:০৮, ২৯ জুন ২০২৩

মিশিগানের ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত

ঈদের জমাত শেষে কোলাকুলি করছেন মুসল্লীরা।

বাংলাদেশি-সহ প্রায় ১০ সহস্রাধিক প্রবাসী মুসল্লীর অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেট্টয়েট সিটির জেইন ফিল্ডে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আজহার বৃহত্তম জামাত। 

দেশটির স্থানীয় সময় বুধবার (২৮ জুন) সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত এই জামাতের ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। 

জামাতে বয়ান করেন, খতিব আওলাদে বরুনী হাফিজ, মাওলানা আহমেদ কাসেমী। ইমামতি করেন বিশিষ্ট আলেম ও দ্বিন খতিব হযরত মাওলানা আবু সিদ্দিক। জামাতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, মুসলীম উম্মার মঙ্গলার্ন্থে দোয়া করা হয়। এ ছাড়াও হলমিছ পার্ক, ডেট্টয়েট আল ফালাহ মসজিদ, হেমট্টামিক আল ইলসাহ সহ বিভিন্ন মসজিদেও একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। 

এদিকে, নিজ নিজ বাসা, গ্রোসারী, মার্কেট ও ফার্মে বাংলাদেশি সহ অনেকেই কোরবানি দেয়ার পাশাপাশি নতুন জামা কাপড় পড়ে নানা দর্শনীয় স্থান, আত্মীয় স্বজনের বাসায় বাসায় দিনভর ঘুরে আর সুস্বাদু খাবার খেয়ে নিজেদেরকে ঈদ আনন্দে মাতিয়ে তুলেন। সেই সাথে বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনদের সাথেও ভিডিও কলে কথা বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

 

সম্পর্কিত বিষয়:

×