ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পুরোনো আসবাবপত্র দেওয়ার অভিযোগে বিয়েতে ভেঙ্গে দিল বর

প্রকাশিত: ১৯:১৩, ২১ ফেব্রুয়ারি ২০২৩

পুরোনো আসবাবপত্র দেওয়ার অভিযোগে বিয়েতে ভেঙ্গে দিল বর

বিয়ে

বিয়েতে যৌতুক হিসেবে পুরোনো আসবাবপত্র দেওয়ার অভিযোগে ভারতের হায়দরাবাদে বর নির্ধারিত বিয়ে ভেঙে দিয়েছেন। 

সোমবার পুলিশ জানিয়েছে, বর বাসচালক হিসেবে কাজ করেন। গত রবিবার তাঁর বিয়ের দিন নির্ধারিত ছিল। কিন্তু যৌতুক হিসেবে কনে পক্ষের বিরুদ্ধে ‘পুরোনো’ আসবাবপত্র দেওয়ার অভিযোগ তুলে তিনি বিয়ে করতে যাননি। এ ঘটনায় কনের বাবা পুলিশে অভিযোগ জানিয়ে একটি মামলা করেছেন।

কনের বাবা গণমাধ্যমকে বলেন, তিনি বরের বাড়িতে যাওয়ার সময় তাঁর সঙ্গে বরের বাবা দুর্ব্যবহার করেছেন। তিনি বলেন, ‘তারা (বর পক্ষ) বলেছিল, যেসব জিনিস চাওয়া হয়েছে, তা দেওয়া হয়নি এবং পাঠানো আসবাবপত্রও পুরোনো। এ কারণে তারা বিয়েতে আসতে অস্বীকার করে। আমি মেয়ের বিয়ের জন্য ভোজের ব্যবস্থা করেছিলাম। সব আত্মীয়স্বজন ও অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু বর বিয়েতে আসেনি।’

কনে পক্ষের অভিযোগের বরাত দিয়ে পুলিশ বলেছে, বরের পরিবার যৌতুক হিসেবে আসবাবপত্রের সঙ্গে আরও কিছু জিনিস চেয়েছিল। কিন্তু কনের পরিবার যেসব আসবাবপত্র পাঠিয়েছিল, তা আগে ব্যবহৃত বলে জানা গেছে। বরের পরিবার তা প্রত্যাখ্যান করে বিয়ের দিন হাজির হয়নি।

পুলিশ বলছে, আইপিসি ও যৌতুক নিষেধাজ্ঞা আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। তদন্ত চলছে।

 সূত্র : এনডিটিভি 
 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×