
ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সহযোগী সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা আনন্দিত, বিলম্বে হলেও সরকারের এই পদক্ষেপ গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।”
রোববার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে দেওয়া পত্রে আমরা আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি জানিয়েছিলাম। ১৬ এপ্রিল সর্বশেষ সাক্ষাতে একই দাবি পুনর্ব্যক্ত করি।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত গণঅভ্যুত্থানের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে আমাদের দাবি, শুধু সাংগঠনিক নিষেধাজ্ঞা নয়, দলটির নিবন্ধন বাতিল ও চূড়ান্ত নিষিদ্ধকরণও জরুরি।”
এ সময় মির্জা ফখরুল সরকারের প্রতি আহ্বান জানান, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করুন।
এসইউ