ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

প্রচন্ড গরমের মধ্যেই যে সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

প্রকাশিত: ১১:৫৮, ১২ মে ২০২৫

প্রচন্ড গরমের মধ্যেই যে সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে চলছে প্রচণ্ড গরম। সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস, এতে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। শিশু থেকে বৃদ্ধ—সবার জন্যই এই অস্বাভাবিক তাপপ্রবাহ হয়ে উঠেছে কষ্টদায়ক। তবে এই দাবদাহের মধ্যে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আজ (সোমবার) রাজধানী ঢাকা সহ পাঁচটি জেলায় ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আজ রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে দেশের অন্যান্য অঞ্চলে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। রাতের তাপমাত্রা সারাদেশেই প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
 

তথ্যসূত্রঃ https://youtu.be/pYeuS0sj5zk?si=NnSUrx40HnD53cHA

মারিয়া

×