ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯

পাকিস্তানে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৭

প্রকাশিত: ১৭:২০, ৩ ফেব্রুয়ারি ২০২৩

পাকিস্তানে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৭

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত।

পাকিস্তানে যাত্রীবাহী বাস ও দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি টানেলের কাছে এই ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

উদ্ধারকারী কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। 

উদ্ধারকারী কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, আমরা সব হতাহতদের কোহাতের একটি হাসপাতালে নিয়ে এসেছি।

প্রদেশটির তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

এমএম