ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

তেহরানে দূতাবাস বন্ধ করে কূটনৈতিকদের সরিয়ে নিল বুলগেরিয়া

প্রকাশিত: ১৭:২৮, ১৯ জুন ২০২৫

তেহরানে দূতাবাস বন্ধ করে কূটনৈতিকদের সরিয়ে নিল বুলগেরিয়া

ছবি: সংগৃহীত

তেহরানে অবস্থিত নিজের দেশীয় দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বুলগেরিয়া এবং কূটনীতিক ও তাদের পরিবারবর্গকে সরিয়ে নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রোসেন জেলিয়াজকভ স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “তেহরানে আমাদের দূতাবাসটি এমন একটি এলাকায় অবস্থিত, যেটির বাসিন্দাদের ইসরায়েল সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেই আশঙ্কাজনক পরিস্থিতি বিবেচনায় আমরা দ্রুত সিদ্ধান্ত নেই।”

জেলিয়াজকভ জানান, কূটনৈতিক কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের গাড়িযোগে পার্শ্ববর্তী আজারবাইজানে সরিয়ে নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত কূটনৈতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

 

শেখ ফরিদ

×