ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চাসিভ ইয়ার শহর দখলের পরিকল্পনা করছে রাশিয়া

প্রকাশিত: ২১:০৬, ১৬ এপ্রিল ২০২৪

চাসিভ ইয়ার শহর দখলের পরিকল্পনা করছে রাশিয়া

চাসিভ ইয়ার শহরে ইউক্রেনীয় একটি সাঁজোয়া যান

রাশিয়া ৯ মের মধ্যে চাসিভ ইয়ার শহর দখলের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি। রাশিয়ার আক্রমণের কেন্দ্রবিন্দুতে থাকা পূর্বাঞ্চলে এই শহরটি দখলের মাধ্যমে উঁচুভূমির নিয়ন্ত্রণ নিতে পারবে রুশ বাহিনী। মঙ্গলবার ইউক্রেনীয় সেনাপ্রধান সিরস্কি টেলিগ্রামে এক বার্তায় এমন মন্তব্য করেছেন। বাখমুতের পশ্চিমে বিধ্বস্ত এই শহরটি দখল করে মস্কো দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ের বার্ষিকী উদযাপন করতে চায়।

পশ্চিমা সামরিক সহযোগিতার প্রবাহে স্থবিরতার মধ্যে রণক্ষেত্রে রাশিয়া অগ্রগতি অর্জন করছে। পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রের পরিস্থিতির অবনতি হয়েছে বলে সতর্ক করে ইউক্রেনীয় সেনাপ্রধান বলেন, বাখমুতের পশ্চিমে চাসিভ ইয়ার দখলের চেষ্টা করছে রাশিয়া। -রয়টার্স

×