ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডেনমার্কের প্রধানমন্ত্রী পার্লামেন্টে পড়লেন চ্যাটজিপিটির লেখা ভাষণ

প্রকাশিত: ১০:৩৭, ১ জুন ২০২৩; আপডেট: ১০:৩৮, ১ জুন ২০২৩

ডেনমার্কের প্রধানমন্ত্রী পার্লামেন্টে পড়লেন চ্যাটজিপিটির লেখা ভাষণ

ডেনমার্কের প্রধানমন্ত্রী

গতকাল বুধবার  ডেনমার্কের পার্লামেন্টে  ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। অবাক করা বিষয় হলো, মিতে ফ্রেডিরিকসেনের এই ভাষণের একটি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি ব্যবহার করে লেখা হয়েছে।

ভাষণ দেওয়ার একপর্যায়ে মিতে ফ্রেডিরিকসেন বলেন, ‘আমি মাত্রই এখানে যেসব কথা বললাম, সেগুলো আমার কাছ থেকে আসেনি। এমনকি অন্য কোনো মানুষেরও মস্তিষ্কপ্রসূত নয়।’ চ্যাটজিপিটির লেখা বক্তব্য পড়তে গিয়ে মিতে ফ্রেডিরিকসেন আরও বলেন, এটা যা করতে পারে, সেটা একই সঙ্গে আকর্ষনীয় ও ভয়ংকর।

চ্যাটজিপিটি একটি শক্তিশালী মেশিন লার্নিং মডেল (কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে যন্ত্রের শেখা)। একটি চ্যাটবট। ওপেন এআই নামের একটি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। সহজাত ভাষা ইনপুট দিলে সেটি বুঝতে পারে চ্যাটজিপিটি ও সেই কথার প্রতিক্রিয়াও জানাতে পারে।

চ্যাটজিপিটি এখন সর্বত্র। গত ডিসেম্বরে চালুর মাত্র দুই মাসের মধ্যে ১০ কোটি মানুষের কাছে পৌঁছে যায় এই প্রযুক্তি। 

অনেকেই মনে করছেন, চ্যাটজিপিটি বিশ্বকে আমূল বদলে দেবে। 

সূত্র: এএফপি 
 

টিএস

×