ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সিডনিতে বসন্ত উৎসব রবিবার

প্রকাশিত: ২০:৫২, ২৩ সেপ্টেম্বর ২০২৩

সিডনিতে বসন্ত উৎসব রবিবার

বসন্ত এসে গেছে।

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিবারের মত এবারো জমকালোভাবে আয়োজন করা হয়েছে বাঙালির প্রাণের বসন্ত উৎসব ‘বসন্ত এসে গেছে’। 

ফারিয়া আহমেদের তত্বাবধানে অস্ট্রেলিয়ান বোটানিক গার্ডেন-মাউন্ট এনানে আগামীকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থকে বিকেল ৪টা পর্যন্ত এই উৎসব চলবে। 

সিডনির প্রিয় মুখ ও প্রিয় মানুষদের বসন্তের সাজের পাশাপাশি থাকবে ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমারোহ এবং বসন্তের গান। এসো মাতি বসন্তের উৎসব- ‘বসন্ত এসে গেছে’।

 

এম হাসান

×