
বসন্ত এসে গেছে।
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিবারের মত এবারো জমকালোভাবে আয়োজন করা হয়েছে বাঙালির প্রাণের বসন্ত উৎসব ‘বসন্ত এসে গেছে’।
ফারিয়া আহমেদের তত্বাবধানে অস্ট্রেলিয়ান বোটানিক গার্ডেন-মাউন্ট এনানে আগামীকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থকে বিকেল ৪টা পর্যন্ত এই উৎসব চলবে।
সিডনির প্রিয় মুখ ও প্রিয় মানুষদের বসন্তের সাজের পাশাপাশি থাকবে ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমারোহ এবং বসন্তের গান। এসো মাতি বসন্তের উৎসব- ‘বসন্ত এসে গেছে’।
এম হাসান