ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সিডনিতে ফিস্ট ক্যাম্পবেলটাউন অনুষ্ঠিত

প্রকাশিত: ২১:৪২, ১৬ সেপ্টেম্বর ২০২৩

সিডনিতে ফিস্ট ক্যাম্পবেলটাউন অনুষ্ঠিত

উৎসবে বিভিন্ন পেশার মানুষ। ছবি: ফেসবুক থেকে। 

সিডনিতে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) মিন্টুর রেডফার্ন পার্কে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত "ফিস্ট ক্যাম্পবেলটাউন" উৎসবের আয়োজন করা হয়। এ সময় সাংস্কৃতিক  মানুষের মিলিত হওয়ার পাশাপাশি বহু সাংস্কৃতিক মজাদার খাবার প্রসারের জন্য তাদের এই উদ্যোগ সব মহলের প্রশংসা পেয়েছে।

ক্যাম্পবেলটাউনের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতির এই অনুষ্ঠানে বহু সাংস্কৃতিক মজাদার রান্নার প্রদর্শনী, স্টেজ পারফরম্যান্স, শিশুদের খেলনা সামগ্রী, মেহেদি ট্যাটু সহ বিভিন্ন স্টলের পাশাপাশি ছিল বাচ্চাদের জন্য বিনোদনমূলক রাইড। অনুষ্ঠানে অন্যান্য বহুজাতিক ভাষাভাষীদের সাথে কিশলয় কচি কাচা বাংলা গান পরিবেশন করে।প্রায় ৩২টি দেশের পতাকা সম্বলিত রেলিতে বাংলাদেশের পতাকাও প্রদর্শিত হয়। বিভিন্ন দেশের খাবারের রেসিপি প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী বহুজাতিক ভাষাভাষীদের আকৃষ্ট করে।

ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ বহুজাতিক ভাষাভাষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের উপস্থিতি ও আগ্রহ আমাদের প্রেরনার উৎস। কাউন্সিল সব সময়ই বহু সংস্কৃতি এবং সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরিতে বদ্ধ পরিকর।’কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, ‘এই আয়োজন প্রতিবেশীর সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আরো জানা, বহু সংস্কৃতি এবং সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও পর্যটনকে আকৃষ্ট করার একটি চমৎকার সুযোগ তৈরি হবে।’

এম হাসান

×