ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

গোল ডিম! 

প্রকাশিত: ২১:৩৩, ২১ জুন ২০২৩

গোল ডিম! 

একটি ডিমের ভিডিও শেয়ার করেছেন

ইন্টারনেট বড় অদ্ভুত জায়গা। রোজ কত শত অদ্ভুত ও উদ্ভট কা-কারখানার খবর দেখা যায় এখানে। কিন্তু এবার যেটি ভাইরাল হয়েছে, সেই ঘটনা নাকি ‘১০০ কোটিতে মাত্র একবারই’ ঘটে। কী সেই ঘটনা? সম্প্রতি জ্যাকলিন ফেলগেট নামে অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিক ইনস্টাগ্রামে একটি ডিমের ভিডিও শেয়ার করেছেন। সেটাই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। কারণ, ওই ডিম যে সে ডিম নয়। এটি যে পুরোপুরি নিখুঁত গোল আকৃতির ডিম। এমন নিখুঁত গোলাকৃতির ডিম ১০০ কোটিতে মাত্র একটিই পাওয়া যেতে পারে। - দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

×