ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

সাগর হোসেন, কুষ্টিয়া

প্রকাশিত: ১৬:১২, ১১ মে ২০২৫

চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

ছবি: দৈনিক জনকন্ঠ

চিকিৎসকের ফি, ওষুধের দাম এবং ডায়াগনস্টিক পরীক্ষার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুষ্টিয়া জেলা শাখা।

রবিবার (১১ মে) বেলা ১১টার দিকে শহরের কলেজ মোড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের জেলা শাখার সদস্যসচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপু সভাপতিত্ব করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির নাগরিকেরা চিকিৎসা খরচের কারণে বিপাকে পড়েছেন। চিকিৎসকের ভিজিট, ওষুধের দাম ও বিভিন্ন টেস্টের খরচ লাগামছাড়া হারে বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের পক্ষে চিকিৎসা নেওয়া কঠিন হয়ে পড়েছে।

অ্যাডভোকেট অপু বলেন, ‘চিকিৎসকদের ভিজিট সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি গরিব ও অসহায় রোগীদের জন্য বিশেষ ছাড় দিতে হবে। চিকিৎসা যেন পণ্যে পরিণত না হয়, সে বিষয়ে নীতিমালা প্রণয়ন জরুরি।’

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান লালু, বিজেপি জেলা শাখার সদস্যসচিব কে এম জাহিদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সমাজসেবক আবু মনি সাকলায়েন এলিন, রাসেল পারভেজ, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রিংকু, মাহফুজ্জামান তিতাস, জাসির আহমেদ মসনদ, আশরাফুল ইসলাম প্রমুখ।

মিরাজ খান

×