ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আ. লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত

প্রকাশিত: ১৬:১১, ১১ মে ২০২৫

আ. লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে, তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত।

রোববার (১১ মে) দুপুরে পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নুর এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।আওয়ামী লীগ এখন আর শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং এটি সীমান্তের ওপার থেকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শক্তি হিসেবে কাজ করছে।

তিনি বলেন, “আমরা এই আইন ও কমিশনকে শক্তিশালী করতে চাই, কারণ পরবর্তী সরকার এই আইন ও কমিশনকে শক্তিশালী করবে কিনা তা আমরা নিশ্চিত নই। তবে আমরা এই কাজগুলো করে যেতে চাই।” তিনি আরও বলেন, “অনন্তকাল হানাহানি করে এই জাতির মুক্তি হবে না; আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”

তিনি উল্লেখ করেন, “গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধে জড়িতরা খুব বেশি সংখ্যক নয়। তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমাদের করতে হবে।” এজন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে, যা জাতির ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসইউ

×