ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় প্রবাসীকে হত্যা, মৃত্যুদণ্ড হতে পারে আরেক বাংলাদেশির 

প্রকাশিত: ২০:২৪, ১৬ এপ্রিল ২০২৪

মালয়েশিয়ায় প্রবাসীকে হত্যা, মৃত্যুদণ্ড হতে পারে আরেক বাংলাদেশির 

প্রবাসীকে হত্যায় আটক অভিযুক্ত বাংলাদেশি।

মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে হত্যার অভিযোগে আশরাফুল মিয়া নামের আরেক বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। দণ্ডবিধির ৩০২ ধারায় এ অভিযোগ আনা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানায়, গত ৩১ মার্চ বিকেল ৩টা থেকে ১ এপ্রিল সকাল সাড়ে ৮টার মধ্যে মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডসের এক নির্মাণস্থলে নজরুল মোল্লাকে (৪৪) হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে বাংলাদেশি প্রবাসী আশরাফুল মিয়া ও পালাতক আরেক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গতকাল সোমবার আদালতের বিচারক নাদরতুন নাঈম জয়নানের সামনে ওই হত্যার অভিযোগ পড়ে শোনানো হয়। তবে মামলাটি হাইকোর্টের এখতিয়ারে থাকায় কোনো আবেদন রেকর্ড করা হয়নি। এরপর আদালত ফরেনসিক রিপোর্ট দাখিলের জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেন। দণ্ডবিধির ৩০২ ধারায় এই অভিযোগ প্রমাণিত হলে আসামির মৃত্যুদণ্ড হতে পারে।

এ মামলায় আসামির কোনো প্রতিনিধি না থাকায় ডেপুটি পাবলিক প্রসিকিউটর মুহম্মদ জামহারির মুহম্মদ জুহিদ এটি পরিচালনা করেন।

 

এম হাসান

×