ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যা বললেন যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৭:৪৬, ৯ আগস্ট ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যা বললেন যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স । শুক্রবার কেন্টের চিভনিং হাউসে (পররাষ্ট্রমন্ত্রীর সরকারি গ্রামীণ বাসভবন) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

যুক্তরাজ্য জানিয়েছে, ইসরায়েল নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করলে তারা সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পথে হাঁটেননি এবং মনে করেন যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা।

গাজায় চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দৃষ্টিভঙ্গির এই পার্থক্যই ভ্যান্স ও ল্যামির আলোচ্য বিষয়গুলোর একটি ছিল।

ল্যামির পাশে দাঁড়িয়ে ভ্যান্স বলেন, ‘যুক্তরাজ্য তাদের সিদ্ধান্ত নেবে। আমাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সেখানে কার্যকর কোনো সরকার নেই—এই অবস্থায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রকৃত অর্থ কী হবে, আমি তা জানি না।’

ভাইস-প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র চায় হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা হোক, যাতে ইসরায়েলি বেসামরিকদের ওপর আর কোনো হামলা না হয়, একই সঙ্গে গাজার ‘মানবিক সংকট’ সমাধানও জরুরি।

ভ্যান্স স্বীকার করেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ও মনোযোগ মিললেও কিছু ‘মতভেদ’ রয়েছে, যা চিভনিং-এ আলোচনায় আসবে।

ল্যামি বলেন, ইসরায়েল গাজার আরও বেশি এলাকা দখল করার পরিকল্পনা করছে যা উদ্বেগের। আমরা সবাই যা চাই তা হলো যুদ্ধবিরতি—আমরা চাই সব জিম্মিদের মুক্তি দেওয়া হোক। গাজায় যে মানবিক কষ্ট আমরা দেখছি, বিশেষ করে সেটি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।

তাসমিম

×