ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

ছবিতে প্রথম যে প্রাণী দেখলেন, সেটিই বলবে আপনার গোপন ব্যক্তিত্ব

প্রকাশিত: ১১:২৪, ৯ আগস্ট ২০২৫; আপডেট: ১১:২৪, ৯ আগস্ট ২০২৫

ছবিতে প্রথম যে প্রাণী দেখলেন, সেটিই বলবে আপনার গোপন ব্যক্তিত্ব

ছবি: সংগৃহীত

মানুষের ব্যক্তিত্ব অনেকটাই নির্ভর করে তার অবচেতন মনের ওপর। আমরা যে বিষয়গুলো নিয়ে সচেতনভাবে ভাবি না, সেগুলোই অবচেতন মনে গোপনে জমা থাকে এবং অনেক সময় আমাদের সিদ্ধান্ত ও আচরণ নিয়ন্ত্রণ করে।

মনোবিজ্ঞানীরা বলেন, অবচেতন মনের চরিত্র বুঝতে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম সৃষ্টিকারী ছবি অত্যন্ত কার্যকর। এমনই একটি ছবিতে লুকিয়ে আছে আপনার ব্যক্তিত্বের গোপন রহস্য। ছবিতে প্রথমে কোন প্রাণীটি আপনার চোখে পড়ছে, সেটিই বলে দেবে আপনার মানসিক চরিত্র।

কোন প্রাণীটি প্রথম দেখলেন? জেনে নিন তার মানে

বাঘ: বদমেজাজী, উচ্চাভিলাষী, দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী। জীবনে বড় সাফল্য অর্জন করেন, তবে বেপরোয়া স্বভাব মাঝে মাঝে সমস্যা ডেকে আনে।

ঈগল: উচ্চাভিলাষী, উদার, আত্মবিশ্বাসী ও পরোপকারী। সমাজে সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিতি পান।

কুকুর: বুদ্ধিমান, বিশ্বস্ত, অনুগত ও বিচার-বিশ্লেষণে দক্ষ। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্যের সম্ভাবনা বেশি।

হাতি: জ্ঞানী, ধৈর্যশীল, উদার এবং পরিবারপ্রেমী। উচ্চাভিলাষ কম হলেও বিচক্ষণতা সাফল্যের চাবিকাঠি।

কাঠবিড়ালি: বুদ্ধিমান, দূরদৃষ্টিসম্পন্ন, নিষ্ঠাবান ও আত্মবিশ্বাসী। অদম্য উদ্যমেই সাফল্য অর্জন করেন।

ব্যাঙ: শান্ত, ধৈর্যশীল, মনোযোগী এবং দূরদৃষ্টিসম্পন্ন। বিপদ এড়াতে সময়মতো সঠিক পদক্ষেপ নিতে সক্ষম।

মাছ: সুচতুর, সচেতন, সক্রিয় কিন্তু রহস্যময়। নিজের ভাবনা অন্যের কাছে সহজে প্রকাশ করেন না।

মনোবিজ্ঞানীদের মতে, অস্পষ্ট ছবিতে যেটি আমরা প্রথমে শনাক্ত করি, সেটি আমাদের মানসিক অগ্রাধিকার ও প্রবণতার প্রতিফলন। তাই এসব কুইজ শুধু বিনোদনই দেয় না, নিজের ব্যক্তিত্ব নিয়ে ভাবারও সুযোগ করে দেয়।

আঁখি

×