ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ১৪:৫৮, ৯ আগস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

গাজীপুর প্রকাশ্যে ধারালো অস্ত্রের আঘাতে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন করেছেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ৷

শনিবার (৯ আগষ্ট) সকাল ১০টায় দাউদকান্দি পৌর সদরে শহীদ রিফাত পার্কে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এ বর্বরোচিত হত্যাকাণ্ডে শোক ও তীব্র নিন্দা জানাই। সাংবাদিকগণ আরও বলেন, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং নিহত সাংবাদিকের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত আইন প্রণয়ন ও জাতীয় সুরক্ষা কাঠামো আইন প্রতিষ্ঠা করতে হবে।

প্রতিবাদ সভায় বক্তব্য রেখেছেন সাংবাদিক সেলিম আহমেদ (ইনকিলাব), হানিফ খান (নয়া দিগন্ত), শামীম রায়হান (জনকণ্ঠ), জাকির হোসেন হাজারী (দেশ রূপান্তর), মোহাম্মদ আলী শাহীন (আমাদের সময়), আলমগীর হোসেন (কুমিল্লার কাগজ), হোসাইন মোহাম্মদ দিদার (বাংলাদেশ টুডে), শরীফ প্রধান (দৈনিক ইত্তেফাক), লিটন সরকার বাদল (খবরের কাগজ), মাসুম বিন ইদ্রিস (আনন্দবাজার), মোঃ শাহাবুদ্দিন (মোহনা টিভি), তৌফিক রুবেল (সংগ্রাম), শাহাবুদ্দীন (কালবেলা), রাজীব হোসেন জয় (নিরপেক্ষ), আহনাফ তিহামী প্রমুখ।

শামীম রায়হান/রাকিব

×