
শিক্ষার্থীদের জন্য মাথা ও মুখঢাকা নেকাব নিষিদ্ধ করেছে মিসর
মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে মেয়ে স্কুল শিক্ষার্থীদের জন্য মাথা ও মুখঢাকা নেকাব নিষিদ্ধ করেছে মিসর। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করেছে বলে বুধবার জানিয়েছে রাষ্ট্রায়ত্ত দৈনিক আখবার আল ইওম। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সরাসরি নেকাব নামটি উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, মুখম-ল আড়াল করে রাখে এমন কোনো পোশাক আর এখন থেকে স্কুল শিক্ষার্থীদের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। -আল আরাবিয়া